বিমান ছিনতাইকারী প্রেমিককে জিজ্ঞাসাবাদ চলছে
বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী যুবককে আটকের মধ্য দিয়ে বাংলাদেশ বিমানের বিমানের বিজি-১৪৭ ফ্লাইটের শান্তিপূর্ণ সমাধান হয়েছে। কিছুক্ষণ ছিনতাইয়ের চেষ্টাকারী সমঝোতায় রাজি হয় এবং বিমান থেকে বের হয়ে আসে বলে বাংলাদেশ বিমানের একটি সূত্র নিশ্চিত করেছে।
রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে আটটার দিকে বিমান বাহিনীর পক্ষ থেকে ব্রিফিংয়ে জানানো হয়েছে, সমঝোতার মাধ্যমেই সে বিমানবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। সকল যাত্রী এবং কেভিন ক্রু নিরাপদ আছেন। বিমানটিরও কোন ক্ষতি হয়নি।
এর আগে সন্ধ্যায় বিজি-১৪৭ নং ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার পথে বিকেল ৫টা ৪০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক। তিনি জানান, বিমানটির মধ্যে সন্দেহভাজন ১ জন অস্ত্রধারী পাইলটসহ ২ জন ক্রুকে জিম্মি করে। ঘটনার পরপরেই বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়। র্যাবের একাধিক গাড়ি বিমানবন্দরে প্রবেশ করে।
বিমান ছিনতাই চেষ্টাকারী আটক ঐ ব্যক্তির নাম সাগর। তিনি চিত্রনায়িকা শিমলার ব্যর্থ প্রেমিক। প্রেমে ব্যর্থ হয়েই তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলে বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।