দেবহাটায় গনিকে মনোনীত করায় প্রাণচাঞ্চল্য ফিরেছে আ.লীগ নেতাকর্মীদের
বহু জল্পনা-কল্পনা,আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে আসন্ন দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনিকে দ্বিতীয় বার আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী মনোনীত করায় জনসাধারণের মাঝে প্রাণচাঞ্চল্য ফেরার পাশাপাশি নুতনভাবে উজ্জীবিত হয়ে উঠেছে তৃনমূলসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা। শনিবার বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত পত্রের মাধ্যমে আলহাজ্ব আব্দুল গনিকে দেবহাটা উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা পরবর্তী আনন্দ-উল্লাসে প্রাণবন্ত হয়ে ওঠে কর্মী-সমর্থক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় উচ্ছ্বাসিত নেতাকর্মীরা দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলহাজ্ব আব্দুল গনিকে নৌকার মাঝি মনোনীত করায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। পাশাপাশি নৌকার মাঝি হিসেবে মনোনয়ন পাওয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল গনিকে ফুলের শুভেচ্ছাও জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে আলাপকালে জানা গেছে,আলহাজ্ব আব্দুল গনি আওয়ামী লীগের একজন পরিক্ষিত ও নিবেদিত সৈনিক হিসেবে বেশ জনপ্রিয় সর্বমহলে। তাছাড়া সৎ,নিষ্ঠাবান হিসেবেও তিনি গ্রহণযোগ্য এবং প্রশংসিত উপজেলাবাসীর কাছে। একাত্তরের রণাঙ্গনের এই বীর যোদ্ধা দীর্ঘদিন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনের পাশাপাশি বহু সমাজসেবা মূলক কর্মকান্ডের সাথেও সম্পৃক্ত থেকে অগ্রণী ভূমিকা রেখেছেন ভূমিহীন সহ অন্যান্য আন্দোলন সংগ্রামে। ২০১৩ সালে নাশকতাকালীন সময়ে জামায়াত অধ্যুষিত এলাকায় সহিংস জামায়াত-শিবিরের বিপক্ষে কঠোর অবস্থানে থেকে জনসাধারণের প্রশংসা ও আস্থা অর্জনের মাধ্যমে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রথম বারের মতো দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আলহাজ্ব আব্দুল গনি। পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের আস্থা ও ভালবাসায় দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের কমান্ডার নির্বাচিত হয়ে নিরলস কাজ করেছেন মুক্তিযোদ্ধাদের কল্যাণে। তাই বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় কোন্দল ও ব্যক্তিগত দ্বিধা-দ্বন্দ্ব ভুলে শেখ হাসিনা মনোনীত নৌকার মাঝি উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল গনিকে বিজয়ী করতে সকলকে একসাথে নির্বাচনী কার্যক্রমে অংশ নেয়ার অভিমত জানিয়েছেন আওয়ামী লীগের তৃনমূল নেতাকর্মীরা। নির্বাচন প্রসঙ্গে আলহাজ্ব আব্দুল গনি বলেন,উপজেলার উন্নয়ন সহ মানুষের কল্যাণে সারাজীবন নিবেদিত থাকার পুরষ্কার স্বরূপ জননেত্রী শেখ হাসিনা আমাকে আবারো দলীয় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মনোনীত করেছেন। আমাকে দলীয় প্রার্থী মনোনীত করায় জননেত্রী শেখ হাসিনা সহ দলীয় নেতাকর্মী ও উপজেলাবাসীর কাছে আমি চির কৃতজ্ঞ। আমি জনগণের মূল্যবান ভোটে আবারো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে দেবহাটাকে মাদক, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সাধারণ মানুষের কল্যাণে নিরলস কাজ করবো।