প্রেমে ব্যর্থ হয়ে চট্টগ্রামে বিমান ছিনতাইয়ের চেষ্টা!
নায়িকার প্রেমে ব্যর্থ হয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ছিনতাই করার পরিকল্পনা করেছিলেন ছিনতাইকারীদের একজন। ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৭ ফ্লাইটটি ছিনতাইয়ের কবলে পড়লে রোববার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রামে জরুরি অবতরণ করে।
তবে সেই ছিনতাইকারী বা তার প্রেমিকা নায়িকার পরিচয় এখনও জানা যায়নি। জরুরি অবতরণের সময় ৬ থেকে ৭ জন ছিনতাইকারী জানালা দিয়ে লাফিয়ে পড়ার সময় আহত হয়েছেন। বিমান বন্দরে সকল ফ্লাইট বন্ধ রয়েছে। সেখানে যাত্রী প্রবেশ বা বের হওয়াও এখন বন্ধ রয়েছে বলে জানা গেছে।
বিমান থেকে সবাইকে নামিয়ে নেয়া হলেও দুইজন কেবিন ক্রু বিমানের ভিতর জিম্মি অবস্থায় আছে বলে জানা গেছে।
শাহ আমানতে বিমানের স্টেশন ম্যানেজার মাহফুজুল আলম জানিয়েছেন, ‘বিমানটি ছিনতাইয়ের শিকার হয়েছে, এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।’
এ বিষয়ে বিমানের সচিব মহিবুল হক বলেছেন, বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। বিমানের পাইলট এবং ফার্স্ট অফিসার বের হয়ে আসতে পারলেও বিমানের মধ্যে দুইজন কেবিন ক্রু আটকে আছেন।
বিমান বন্দরে সকল ফ্লাইট বন্ধ রয়েছে। সেখানে যাত্রী প্রবেশ বা বের হওয়াও এখন বন্ধ রয়েছে বলে জানা গেছে।