কলারোয়ায় ওয়াস উদ্যোক্তাগণের ব্যবসায় বীমা’র ভূমিকা শীর্ষক আলোচনা সভা
কলারোয়ায় ওয়াস উদ্যোক্তাগণের ব্যবসা সফল করতে বীমা প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় কলারোয়া পৌর অডিটোরিয়ামে হোপ ফর দি পুওরেস্ট (এইচপি/ আশা) এর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা’র ডিএম শাহাজাহান আলি ভুইয়া। সভায় আলোচনা করেন আশা’র আরএম রবিউল ইসলাম, ব্র্যাঞ্চ ম্যানেজার আশরাফুল আলম, ট্রেনিং অফিসার সেলিনা খাতুন, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার রোকসানা পারভীন, প্রাকটিক্যাল এ্যাকশান প্রতিনিধি শাহনাজ পারভীন, উত্তরণ প্রতিনিধি রাহুল দে, এসি তরিকুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও ওয়াস ব্যবসায়ী ও বীমা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। সভায় বীমা কোম্পানির পক্ষ থেকে কী ধরনের সেবা প্রদান করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া একজন উদ্যোক্তাকে কীভাবে সফল ব্যবসায়ী রূপে পরিণত করা যায়, কম মূল্যে টেকসই সেনেটারি, বিশুদ্ধ পানি এসব বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশান ও নিরাপদ পানি পারে মানবদেহের ৮০ ভাগ রোগ প্রতিরোধ করতে। সভা সঞ্চালন সঞ্চালনা করেন আশা’র টাউন কো-অর্ডিনেটর মৃণাল কুমার সরকার।