সাতক্ষীরায় অনার্স- মাস্টার্স শিক্ষকদের এম, পি, ও ভুক্ত করন দাবীতে মানববন্ধন
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এম, পি, ও নীতিমালা ২০১৮ এ অভিযুক্ত বেসরকারি কলেজের অনার্স- মাস্টার্স শিক্ষকদের এম, পি, ও ভুক্ত করন দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি কলেজের অনার্স- মাস্টার্স শিক্ষক সমিতির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় বেসরকারি কলেজের অনার্স- মাস্টার্স শিক্ষক সমিতির সভাপতি আনারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, পবিত্র কুমার মন্ডল, মোঃ হুমায়ূন কবীর, সাজ্জাদ হোসেন, মিহির কুমার মণ্ডল, রউফিকানুর, সুমনা প্রমুখ,এ সময় বক্তারা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এম, পি, ও নীতিমালা ২০১৮ এ অভিযুক্ত বেসরকারি কলেজের অনার্স- মাস্টার্স শিক্ষকদের এম, পি, ও ভুক্ত করার দাবীতে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন।