সাতক্ষীরা জেলা জমঈয়তে আহলে হাদিসের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলা জমঈয়তে আহলে হাদিসের ত্রি-বার্ষিক কাউন্সিল-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি শাইখ আবদুন নূর বিন আব্দুল জব্বার মাদানী।
মাননীয় অতিথি ছিলেন, ঢাকা যাত্রাবাড়ীর উসতাজ ড. শাইখ হাফেজ রফিকুল ইসলাম মাদানি। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা জমঈয়তে আহলে হাদিস ঈদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম, আলহাজ্ব প্রফেসর মোঃ রফিউদ্দীন, আলহাজ্ব ডাঃ মোঃ আমিনুর রহমান, আলহাজ্ব একরামুল কবির খান, প্রফেসর মোঃ হাবিবুল্লাহ, আলহাজ্ব মোঃ আমিরুল ইসলাম, আহসানুল কাদির স্বপন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাতক্ষীরা জেলা জমঈয়তে আহলে হাদীস এর সেক্রেটারি প্রভাষক মাওঃ শাহাদাৎ হুসাইন। জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটিতে ছিলেন, প্রধান শিক্ষক আবু তাহের, প্রভাষক আবুল কাশেম ও অধ্যক্ষ মাওঃ আব্দুল্লাহ। কাউন্সিলের ১০১ জন ভোটার তাদের দুটি পদে ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনায় ছিলেন, মোজাম্মেল হক ও প্রভাষক হাবিবুর রহমান। কাউন্সিলে জেলা সভাপতি হিসেবে মাও. ওবায়দুল্লাহ গযনফর ও সাধারণ সম্পাদক হিসেবে প্রভাষক মাওঃ শাহাদাৎ হুসাইন নির্বাচিত হন।