সাতক্ষীরায় বিনা সরিষা-৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত
সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা এলাকায় বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল সরিষার জাত এর সম্প্রসারণের লক্ষ্যে বিনাসরিষা-৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে হাড়দ্দহা বিলে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) উপকেন্দ্র সাতক্ষীরার বাস্তবায়নে এবং পরিবর্তিত আবহাওয়া উপযোগী বিভিন্ন ফসল ও ফলের জাত উদ্ভাবন কর্মসূচীর অর্থায়নে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) উপকেন্দ্র সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-আরাফাত তপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাঠ দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার জেলা প্রশিক্ষণ কর্মকর্তা নুরুল ইসলাম। এসময় তিনি বলেন, ‘চাষাবাদের মাধ্যমে কৃষি জমির ব্যবহার বাড়াতে হবে। দিন দিন দেশের জনসংখ্যা বেড়েই চলেছে। একই সাথে জমির পরিমাণ কমে যাচ্ছে। সেজন্য স্বল্প জমিতে উচ্চফলনশীল জাত ফলাতে হবে। স্বল্প সময়ে অধিক ফলনে বিনা সরিষার বিকল্প নেই। দেশের সকল মানুষকে সুস্থ থাকতে হবে। সয়াবিন তেল মানব দেহের বিভিন্ন ক্ষতি করে। এজন্য ভোজ্য তেল হিসাবে সরিষার তেল ব্যবহার করতে হবে। দিন দিন মানুষ রান্নাসহ বিভিন্ন কাজে সরিসার তেলের প্রতি আকৃষ্ট হচ্ছে। সরিষার অধিক ফলনের জন্য দিন দিন কৃষকরা বিনা সরিষা চাষে ঝুকছে। হাড়দ্দহাসহ জেলার বিভিন্ন এলাকায় বিনা সরিষা চাষ বৃদ্ধি পেয়েছে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, উপসহ কারি কৃষি অফিসার আরুফা সুলতানা প্রমুখ। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন বিনাসরিষা-৪ এর চাষাবাদকারী কৃষক মো. সাইফুল ইসলাম, আবু তালেব, নুরুল আমিন, মিজানুর রহমান প্রমুখ। এসময় ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা গ্রামের দেড় শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুম সরদার।