সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
দৈনিক আমার সংবাদ পত্রিকার ৭ম বছরে পদার্পণ উপলক্ষে সাতক্ষীরায় কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, দৈনিক আমার সংবাদের সাতক্ষীরা জেলা প্রতিনিধি কাজী নাসির উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু বকর সিদ্দিক, সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি ও জেলা আওয়ামীলীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এড. আজারুল ইসলাম, মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান,সাংবাদিক আমিনুর হোসেন, মোশাররফ হোসেন আব্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ভূমিহীন উন্নয়ন সমিতির জেলা সভাপতি আব্দুস সাত্তার, জেলা বাস্তহারালীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাতক্ষীরা সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইন। বাংলাদেশ জাসদ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি মীর মোস্তফা আলী, সাংবাদিক খন্দকার আনিসুর রহমান, শেখ কামরুল ইসলাম, মাসুদ আলী প্রমুখ। সভায় বক্তারা বলেন, সংবাদপত্র আছে বলেই দুর্নীতিবাজরা সব সময় আতংকের মধ্যে থাকে। সাংবাদিকরা অত্যন্ত সচেতনতার সাথে সমাজে সকলের অগোচরে ঘটে যাওয়া অনিয়ম, দুর্নীতির খবর তুলে ধরেন। একাজে জীবনের ঝুঁকিও নিতে হয়। সাহসী সংবাদ প্রকাশের ক্ষেত্রে দৈনিক আমার সংবাদ যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসময় তারা পত্রিকাটির সাফল্য কামনা করেন। পরে দৈনিক আমার সংবাদ ৭ম বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ।