আশাশুনিতে কৃষকদের উদ্বুদ্ধকরণে পার্সিং উৎসব শুরু
আশাশুনি উপজেলার সকল ইউনিয়নে কৃষকদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে পার্সিং উৎসব পালন করা হচ্ছে। গত ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে বিভিন্ন ইউনিয়নের ব্লকে ব্লকে এ উৎসব পালন করা হচ্ছে।
আধুনিক সুযোগ সুবিধার ব্যবহার ও কম খরচে স্বল্পতম সময়ে অধিক ফসল উৎপাদনের লক্ষ্যকে সফল করার লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর অন্যান্য কার্যক্রমের পাশাপাশি কৃষকদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে পার্সিং উৎসব করে যাচ্ছে। ২০ ফেব্রুয়ারি আশাশুনি সদর ইউনিয়নের সোদকনা পালবাড়ি সড়কে পার্সিং উৎসব উদ্বোধন করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জি এম অলিউল ইসলাম। এসময় এসএপিপিও আঃ গনি ও উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কোদন্ডা ব্লকে উত্তর দুর্গাপুর দাশপাড়ায় কৃষকদের নিয়ে পার্সিং উৎসব করা হয়। ইতিপূর্বে ১৩ ফেব্রুয়ারি কচুয়া ব্লকে কচুয়া গ্রামে, ১৪ ফেব্রুয়ারি কুল্যা ব্লকে কুল্যা গ্রামে, ১৭ ফেব্রুয়ারি বড়দল ব্লকে ফকরাবাদ মাদ্রাসা সংলগ্ন মাঠে একই ভাবে পার্সিং উৎসব করা হয়েছে।