কেশবপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদার সাথে পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচী পালন শেষে স্থানীয় পাবলিক ময়দানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুরের সংসদ সদস্য ইসমাত আরা সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, পৌর মেয়র রফিকুল ইসলাম, তপন কুমার ঘোষ মন্টু, এ্যাড. রফিকুল ইসলাম পিটু ও উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা।
অপরদিকে উপজেলা বগা আর এন মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুসের পরিচালনায় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচী পালন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন, আওয়ামী লীগনেতা এস এম বাবর আলী, আলতাফ হোসেন, অধ্যক্ষ আলী হাসান, শিক্ষক নিখিল দাস, মধুতোষ চৌধুরী প্রমুখ।