সাতক্ষীরায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি পলিকেটনিক ইন্সটিটিউটের দোয়া ও আলোচনা সভা মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ উপলক্ষে সাতক্ষীরা সরকারি পলিকেটনিক ইন্সটিটিউটের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজের হলরুমে সাতক্ষীরা সরকারি পলিকেটনিক ইন্সটিটিউটের ইলেকট্রনিক্স বিভাগীয় প্রধান অলোক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি পলিকেটনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ. মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্যুরিজম’র বিভাগীয় প্রধান সিদ্দিক আলী, এনভায়রন্টে ও সিভিল বিপ্লব কুমার দাস, আর/এসি ডিপাঃ মোঃ. ইসমাইল হোসেন, মোঃ. ফারুকুজ্জামান, মোঃ. হেলালে হায়দার, কেয়ারটেকার মোঃ. আজমল হোসেন এ.বি.এম সিদ্দিকী, সরকারি পলিকেটনিক ইন্সটিটিউট ছাত্রলীগের সভাপতি মোঃ. মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ. শামীম গাজী প্রমুখ। আলোচনা সভা শেষে ভাষা শহিদ ও স্বাধীনতা যুদ্ধে বীর শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারি পলিকেটনিক ইন্সটিটিউট জামে মসজিদের পেশ ইমাম মোঃ. নাজির উদ্দিন। এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জুনিয়র ইন্সট্যাক্টর এনভায়রমেন্ট মোঃ. তরিকুল ইসলাম।