সাতক্ষীরায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জেলা প্রশাসনের আয়োজনে প্রভাতফেরী সকালে কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে শেষ হয়।
এর আগে একুশের প্রথম প্রহরে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি সম্মান জানান সর্বস্তরের মানুষ। এছাড়া শহীদ দিবসে আলোচনা সভাসহ দিনভর বিভিন্ন কর্মসূচির আয়োজন রয়েছে।
Please follow and like us: