তালায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
সারাদেশের ন্যায় সাতক্ষীরার তালায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন পুষ্পস্তাবক অর্পণ করে দিবসের সূচনা করেন।
এরপর একে একে শহীদ মিনারে তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেলে, মুক্তিযোদ্ধা সংসদ,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বাংলাদেশ আওয়ামী লীগ তালা উপজেলা শাখা, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, তালা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, শ্রমীকলীগ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন, জাসদ, বে-সরকারি সংস্থা উত্তরণ, সাস, তালা বাজার ব্যবসায়ী সমিতি, তালা সরকারি কলেজ, মহিলা কলেজ, মুক্তিযোদ্ধা কলেজ, তালা হাসপাতাল, তালা মহিলা সংস্থা, তালা সদর ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুস্পমাল্য অর্পন শেষে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেন।
এছাড়া ভোরের আলো ফোটার সাথে সাথেই প্রভাত ফেরিতে হাতে ফুল ও মুখে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি…’ সেই কালজয়ী গান গেয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছেন বিভিন্ন বয়সের শিশু ও নারী-পুরুষরা ।