চকবাজারের ঘটনায় রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক
রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে পৃথক শোকবার্তায় তারা এ মর্মান্তিক ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের সুস্থতাও কামনা করেন তারা।
এছাড়া এ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বানও জানান তারা।
উল্লেখ্য, রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের পাচ-ছয়টি ভবনে ভয়াবহ আগুন লাগে। প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পর রাত ৩টার দিকে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আসার পর থেকেই চলছে লাশের সন্ধান। একের পর এক ব্যাগ ভর্তি করে লাশ বের করা হচ্ছে। এরইমধ্যে নিহতের সংখ্যা ৭০ জন হলেও তা আরো বাড়তে পারে বলে জানা গেছে।