আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আলোচনা সভা
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯ উপলক্ষে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ মোঃ. জিয়াউল হকের সভাপতিত্বে বক্তা হিসেবে বক্তব্য রাখেন চীফ ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার মোঃ. মশিউর রহমান, ইন্সট্রাক্টর মোঃ. মাহবুবর রহমান প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চীফ ইন্সট্রাক্টর আফিয়া আক্তার, ইন্সট্রাক্টর ধর্ম দাস সরকার, রঞ্জন কুমার সরকার, মোঃ. মাহবুবুর রহমান, মোস্তফা বাবি বিল্লাহ, মোঃ. শফিকুল ইসলাম, শেখ আব্দুল আলিম, শংকর প্রসাদ, মোঃ. মাসুদ রানা, মোঃ. অজিহার রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ভাষা শহিদ ও স্বাধীনতা যুদ্ধে বীর শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইন্সট্রাক্টর মোঃ. আনিছুর রহমান।