সরকার গরীব মানুষের জীবন মান উন্নয়নে বদ্ধ পরিকর-এমপি জগলুল হায়দার
বর্তমান সরকার দরিদ্র বান্ধব, অসহায় ও দরিদ্রদের জীবন মান উন্নয়নে সরকার বদ্ধ পরিকর। বর্তমান শেখ হাসিনার সরকার প্রতিটা গ্রাম হবে শহর এ লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করেছে। যার সুফল দৃশ্যমান। আপনারা সরকারের উন্নয়ন মূলক কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আজ ২০ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১ টায় উপজেলা সদর সন্নিকটে গোডাউন মোড়ে পারিবারিক সাইলো বিতরণ কালে একথা বলেন সংশ্লিষ্ট আসনের সংসদ সদস্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি এসএম জগলুল হায়দার।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র ও খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য সরকার গরিব ও অসহায়দের মাঝে সাইলো বিতরণ করেছেন। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুখ হোসাইন সাগর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান ও ভারপ্রাপ্ত উপজেলা খাদ্য কর্মকর্তা এএসএম মাহফুজুল আলম। উল্লেখ্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং খাদ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে উপজেলার ১২ টি ইউনিয়নে ৮ হাজার পরিবারের মধ্যে ৮ হাজার সাইলো বিতরণ করা হয়।