শ্যামনগরে যুব উন্নয়ন সভা
ইউএসএআইডি‘র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম এর অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সুশীলন এর যৌথ উদ্যোগে নবযাত্রা প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলা সম্মেলন কক্ষে, আজ ২০ ফেব্রুয়ারি শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের যুবদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা সহকারী সমাজ সেবা অফিসার কিরন চক্রবর্তী, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান, নবযাত্রা প্রকল্পের ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলন কর্মকর্তা গন। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বত্তব্য প্রদান করেন নবযাত্রা প্রকল্পের জেন্ডার অফিসার মমতা চক্রবর্তী ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। অনুষ্ঠানে উপস্থিত সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান বলেন যে, বর্তমানে মৎস্য পরমার্শ/ফিস এ্যাডভাইস এ্যাপস্ চালু আছে যেখান থেকে যুবরা মৎষ্য চাষ বিষয়ক প্রাথমিক ধারনা লাভ করতে পারবে। উক্ত অনুষ্ঠানে আগত যুবরা তারা তাদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। যুবদের বিভিন্ন সমস্যার প্রক্ষিতে সভাপতি এস এম আজিজুল হক তিনি বলেন যে, বর্তমানে যুবরা বিভিন্ন ধরনের বেকারত্বের শিকার। কিন্তু এটা থেকে পরিত্রাণের ও সুযোগ আছে। তাদের জন্য সরকারি বেসরকারি সংস্থার বিভিন্ন প্রশিক্ষণের ব্যবন্থা আছে, এজন্য তাদেরকে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য এগিয়ে আসতে হবে।
প্রশিক্ষণ গ্রহণ করার পরে তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বেকারত্ব দুর করতে হবে। এ আলোচনা সভায় নবযাত্রা প্রকল্পের জেন্ডার কম্পোনেন্ট যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে যোগ সূত্র তৈরী করে সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে (বাগেরহাট, সাতক্ষীরাতে) সর্বমোট ৩০ জন যুবদের প্রশিক্ষণে পাঠানো হয়েছে বিষয়টি অবহিত করা হয়।