বাওচাষ স্কুলে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে
আশাশুনি উপজেলার ১নং শোভনালী ইউনিয়নের ৩নং ঐতিয্যবাহী বাওচাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯ সালের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে।
জানা যায় আজ সকাল ১০ টায় নির্বাচন কমিশনারের পরিচালনায় প্রিজাইটিং অফিসার,সহকারী প্রিজাইটিং ও পোলিং অফিসারের উপস্থিতিতে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট শেষ হয়েছে। ৯৭জন ভোটারের মধ্যে ৯৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন। এর মধ্যে ৩টি ভোট রিজেক্ট বলে ঘোষণা করা হয়েছে। বাকী ৯১ভোটের মধ্যে ৬৪ভোট পেয়ে প্রথম হয়েছে ৫ম শ্রেণির কাব্য দাশ,৫৭ভোট পেয়ে দ্বিতীয় হয়েছে ৩য় শ্রেণি বাদশা,৪৯ভোট পেয়ে তৃতীয় হয়েছে রিম্পা দাশ, ৪৫ভোট পেয়ে চতুর্থ হয়েছে প্রত্যাশা,৪৪ভোট পেয়ে ৫ম হয়েছে সৌরভ বাছাড়, ৪০ভোট পেয়ে ৬ষ্ট হয়েছে মুজাহিদ ও ৩৭ ভোট পেয়ে ৭ম হয়েছে স্বাধীন হাজরা।
এ সময় উপস্থিত ছিলেন বাওচাষ স্কুলের সভাপতি আলহাজ্ মো জলীল সরদার,প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাশ,সহ-সভাপতি ও সাংবাদিক মানিক চন্দ্র বাছাড়,সহকারী শিক্ষক সুমা রানী দাশ,সাবিনা সুলতানা,রাম প্রসাধ বাছাড়,রেবতী সানা, লুবনা ইয়াসমিন ও শর্মি মন্ডল প্রমূখ।