দেবহাটায় ভাইস চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান সবুজের গণসংযোগ
দেবহাটা উপজেলার সার্বিক উন্নয়ন সহ অবহেলিত সমাজের উন্নয়নে সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমার অবস্থান। দিন বদলের অভিযাত্রায় গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও সমৃদ্ধির পথে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি এবার ঘোষণা দিয়েছেন গ্রামকে শহরে রুপান্তরিত করার। তার এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামীলীগের একজন কর্মী হিসাবে দল-মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে দেবহাটা উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করতে কাজ করতে চাই। দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান সবুজ গণসংযোগ কালে এসব কথা বলেন।
বুধবার দিন ব্যাপী উপজেলার দেবহাটা সদর, ঈদগাহ বাজার, চন্ডিপুর, শ্রীপুর বাজার, নাংলা বাজারসহ বিভিন্ন এলাকায় আওয়ামীলীগের নেতা কর্মী ও সাধারণ মানুষের সাথে গণসংযোগ ও মতবিনিময় করেছেন তিনি।