তালায় পুলিশের হ্যান্ডকাপসহ ডাকাতের পলায়ন
সাতক্ষীরার তালায় পুলিশের হ্যান্ডকাপসহ দুর্ধর্ষ ডাকাত শহিদুর রহমান ওরফে (ডাবা) পালিয়ে গেছে। বুধবার শেষ রাতে তালা উপজেলার জেঠুয়া বাজার থেকে পুলিশের চোখ ফাকি দিয়ে সে পালিয়ে যায়।
শহিদুর রহমান তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ধুলন্ডা গ্রামের আমজাদ গাজীর ছেলে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, তালা থানার এসআই মদন মোহন অধিকারি নেতৃত্বে পুলিশ দুর্ধর্ষ ডাকাত ও বিভিন্ন মামলার আসামি শহিদুর রহমানকে আটক করে। তাকে নিয়ে জেঠুয়া বাজার এলাকায় আসলে সে বুধবার শেষ রাতে কৌশলে ভোর রাত তিটার দিকে পালিয়ে যায়। তার হাতে হ্যান্ডকাপ পরানো ছিল। তাকে ধরতে অভিযান চলছে বলে ওসি জানান।
Please follow and like us: