আশাশুনিতে ৬জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন ক্রয়
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে আশাশুনিতে ৬ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মীর আলিফ রেজার কার্যালয় থেকে এ মনোনয়নপত্র উত্তোলন করা হয়।
নির্বাচন কমিশন ঘোষিত তফশীল মোতাবেক ২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। যার মধ্যে ভাইস চেয়ারম্যান (সাধারণ) পদে পাইথালী গ্রামের মোঃ ফিরোজ, আশাশুনি গ্রামের সাহেব আলি সরদার (উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি), শ্রীধরপুর গ্রামের জি এম আক্তারুজ্জামান (উপজেলা আ’লীগ) ও মতিলাল সরকার (উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কুল্যা গ্রামের মোছাঃ হেনা গাজী (ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ আহবায়ক) ও মোসলেমা খাতুন (ইউনিয়ন যুব মহিলালীগ সাধারণ সম্পাদক)।