আশাশুনিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত-১
আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে বরফ মিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একজন আহত হয়েছে। আহত নাসরিন নাহারকে (৩২) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাসরিন মিল মালিক আঃ রহিমের স্ত্রী।
বুধহাটা গ্রামের আঃ রহিমের বরফ মিলে মঙ্গলবার বেলা ১১ টার দিকে তার স্ত্রী ৩ সন্তানের জননী নাসরিন কাজ করছিলেন। হঠাৎ করে বিকট শব্দে মিলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে তার এক পা ও হাত জখম হয়। গুরুতর আহত অবস্থায় সাথে সাথে তাকে সাতক্ষীরা সদর হাতপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানাগেছে। বিস্ফোরণে মিল ঘরের চালের টালি উড়ে যাওয়াসহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। উল্লেখ্য কয়েক বছর আগে একই মিলে একই ভাবে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সোহরাব নামে একজন মারা গিয়েছিল।
Please follow and like us: