কুলিয়ার বিভিন্ন এলাকায় ভাইস চেয়ারম্যান প্রার্থী মনি’র মতবিনিময়
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেবহাটার কুলিয়ায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম মনি গনসংযোগ ও মতবিনিময় করেছেন। মঙ্গলবার দিনব্যাপী কুলিয়া, টিকেট, গোপাখালী, হিজোলডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় আওয়ামীলীগের নেতা কর্মী ও সাধারণ মানুষের সাথে গনসংযোগ ও মতবিনিময় করেছেন আলহাজ্ব মনিরুল ইসলাম মনি।
মতবিনিময় কালে দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম মনি বলেন, দেবহাটা উপজেলাকে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ মুক্ত উপজেলা হিসাবে গড়ে তোলাই আমার মূল লক্ষ। দিন বদলের অভিযাত্রায় গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও সমৃদ্ধিও পথে দেশ এগিয়ে যাচ্ছে। তার এই উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে বাংলাদেশ আওয়ামীলীগের একজন কর্মী হিসাবে দল-মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে দেবহাটা উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিনত করতে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, আপনারা যে ভাবে কাউন্সিলার ভোটে দলীয় ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমাকে নির্বাচিত করেছেন তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আগামী উপজেলা নির্বাচনে তেমনি ভাবে আপনাদের মূল্যবান ভোটটি প্রদান করে আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ দিবেন।