কালিগঞ্জে সামাজিক ক্ষমতায়নে কর্মশালা অনুষ্ঠিত
সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি ব্র্যাক এর আয়োজনে ও ইউএনইমেন এর সহযোগীতায় শান্তি সম্প্রীতিতে নারী প্রকল্প সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় কালিগঞ্জ সুশীলন অফিস কনফারেন্স রুমে উপজেলা পর্যায়ে নারী উন্নয়ন ফোরাম ও কমিউনিটি এ্যাকশান গ্রুপের সদস্যদের সম্মিলিত শিক্ষণ বিনিময় কর্মশালায় সমাজে শান্ত ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সমন্বিত কর্ম পদ্ধতি নির্ধারণ, সফলতা অর্জনের ক্ষেত্রে সুপারিশমালা এবং শান্তি ও সম্প্রীতিতে শিক্ষণ সমূহ পর্যালোচনা করা হয়। উপজেলা নারী উন্নয়ন ফোরামের সহ-সভাপতি জেবুন্নাহার জেবুর সভাপতিত্বে ও কালিগঞ্জ ব্র্যাক কর্মসূচির সংগঠক মোঃ ফয়জুল্লা হক এর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলাহজ্ব গাজী শওকাত হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যশোর ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আকছেদ আলী, সাতক্ষীরা ব্র্যাকের ব্যবস্থাপক মোঃ হুমায়ন কবির, কালিগঞ্জ নারী উন্নয়ন ফোরামের নির্বাহী সদস্য খোদেজা বেগম প্রমুখ। কর্মশালায় কালিগঞ্জ উপজেলার নারী উন্নয়ন ফোরামের সদস্যরা, জনপ্রতিনিধি, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।