কলারোয়ায় ইয়াবাসহ ২ নারী পুরুষ আটক
কলারোয়া থানা পুলিশ ৪২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মহিলা ও একজন পুরুষ মাদক ব্যবসায়ী আটক করেছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে সংগীয় ফোর্সের সহায়তায় সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে কলারোয়া থানাধীন চন্দনপুর ইউনিয়নস্থ মদনপুর গ্রামের জনৈক সৈয়দ আলী মোড়ল এর বাঁশবাগানের মধ্য হতে ২২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামি মোঃ ফারুক হোসেন(২৮), পিতা-মোঃ জনাব আলী মোড়ল, সাং-মদনপুর, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে আটক করেন। তার বিরুদ্ধে কলারোয়া থানার মামলা নং-১০(২)১৯ রুজু হওয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পরবর্তীতে কলারোয়া পৌরসভা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া পৌরসভাধীন মুরারিকাটি কাজী পাড়াস্থ ইয়াবা ব্যবসায়ী কাজী শাহনেওয়াজ এর স্ত্রী মোছা নাজমুন নাহার (২৫)কে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একই তারিখ রাতে আটক করা হয়। তার বিরুদ্ধে কলারোয়া থানার মামলা নং-১১(২)১৯ রুজু হওয়ায় মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান থানার ওসি মোঃ মনিরুজ্জামান।