এনইউবিটি খুলনার ছাত্র মার্জানের গ্লোবাল গোলস সামিট অ্যাওয়ার্ড -২০১৯

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার ইংরেজি বিভাগের ২য় বর্ষের ছাত্র এইচ.এম.মার্জান সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে গ্লোবাল গোলস সামিট অ্যাওয়ার্ড- ২০১৯ এর বাংলাদেশের গ্লোবাল অ্যাকশন অ্যাম্বাসেডর হিসাবে নির্বাচিত হয়েছেন।

এ সামিটের মূল লক্ষ্য ছিল ১৭টি প্রধান সমস্যা সমাধানে কাজ করা। যার মধ্যে দারিদ্রতা,ক্ষুধামন্দা,উন্নত চিকিৎসা,মানসম্মত শিক্ষা,লিঙ্গ বৈষম্য,নিরাপদ পানি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে কাজ করবে এ সামিটের নির্বাচিত অ্যাম্বাসেডরা।

উল্লেখ গত ২০ থেকে ২৩ জানুয়ারি ২০১৯ মালয়েশিয়ার কুয়ালালামপুরে হোটেল গ্রান্ড সিজনে তিনদিন ব্যাপী এ সামিটে ২৫টি দেশের ৪৭২ জন ডেলিগেটস এ সামিটে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির আয়োজক ছিলো ইউনাইটেড ন্যাশন, গ্লোবাল গোলস সামিট টিম, ইউথ অপরচুনিটিজ, ইউথনাও দক্ষিণ কোরিয়া।মার্জানের গ্রামের বাড়ী বাগেরহাট সদর উপজেলার ২৪/১ বাসাবাটি গ্রামে। তারা পিতার নাম এইচ.এম.কুদ্দুস ও মাতা এইচ.এম. শাহিনুর । মার্জান ভবিষ্যতে মান সম্মত শিক্ষা ব্যবস্থা নিয়ে বাংলাদেশ সহ সারা বিশ্বে কাজ করতে চায়।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)