অবসরে যেতে চান বিএনপি নেতা অসীম
রাজনীতি থেকে অবসরে যেতে চান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
সোমবার সন্ধ্যার পর নিজ ফেসবুক আইডিতে তিনি এমন মনোভাব প্রকাশ করেন। তিনি তার ফেসবুক পোস্টে একটি গোলাপি রঙের ব্যানারে বিস্ময় সূচক চিহ্ন দিয়ে লেখেন, ‘নিড পলিটিক্যাল এলপিআর!’ তার এমন পোস্টে শতাধিক লোক প্রতিক্রিয়া জানান। তাদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতারাও রয়েছেন।
আরও পড়ুন >> কানাডায় বিএনপির শোকরানা, বিক্রির পথে বগুড়ার সব সম্পত্তি
অসীমের এমন পোস্টে সালেহ বিপ্লব নামে একজন মন্তব্য করেন, ‘মানে কী? ৫৯ কি হয়ে গেছে?’ জবাবে অসীম লেখেন, ‘এই ধরেন, ঠ্যালায়, ভাল্লাগে ঘোরাঘুরি করতে।’
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মীর হেলাল তার আইডি থেকে লেখেন, ‘এই ধরেন, ঠ্যালায়, ভাল্লাগে, খুশিতে….. ঘুরতে!!!’
ইউসুফ নামে একজন প্রশ্ন করেন, ‘হোয়াই ডিয়ার?’ জবাবে অসীম লেখেন, ‘আসলে ব্যক্তিগত কারণে বন্ধু।’
ইউসুফ আবার লেখেন, ‘একজন প্রতিভাবান লিজেন্ডকে এ রাজনীতির মাঠ থেকে হারাতে চাই না প্রিয় বন্ধু।’ মীর হেলাল আবারও লেখেন, ‘রাজনীতি ছাড়তে চাইবেন কিন্তু রাজনীতি আপনাকে ছাড়বে না ভাই… এটাই বাস্তবতা… কিছুটা নির্দয় বটে।’
অ্যাডভোকেট জামাল উদ্দিন সবুজ নামে একজন লেখেন, ‘যদি আজ বিএনপি ক্ষমতায় থাকতো মনে হয় না এই সিদ্ধান্ত আসতো। হায়রে ক্ষমতা।’ জবাবে অসীম লেখেন, ‘ক্ষমতায় থাকার সবচেয়ে দূরে ছিলাম আমি। সবাইকে একপাল্লায় মাপা ঠিক না। একান্ত ব্যক্তিগত কারণে চিন্তা করছি রাজনৈতিক অবসরের।’
আরও পড়ুন >> বেইজিংয়ের অসন্তোষ কাজে লাগাতে দিল্লিমুখী বিএনপি!
অ্যাডভোকেট জামাল উদ্দিন সবুজের মন্তব্যের প্রতিক্রিয়ায় অসীমের স্ত্রী মেহনাজ মান্নান তার আইডি থেকে অসীমের উদ্দেশ্যে লেখেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে তুমি ছিলে লন্ডনে, আর বিরোধী দল থাকাকালে বিশেষ করে এক-এগারোর টাইমে বহু চান্দুর দেখা মিলে নাই, যখন আমরা প্রথম ক্যান্টনমেন্টে যাই। সো, না বুঝে, না জেনে কমেন্ট করা লোকগুলোকে এফবি-তে না রাখাই ভালো।’
অসীমের ‘অবসর’ বিষয়ক পোস্ট সম্পর্কে তার কাছে জানতে চাইলে তিনি জাগো নিউজকে বলেন, ‘পোস্ট ঠিক আছে, বিষয়টা আমি উপলব্ধি করছি। এখনও সিদ্ধান্ত নেইনি।’
‘এই উপলব্ধির অনেক কারণ থাকতে পারে’ জানিয়ে উচ্চ আদালতের এই আইনজীবী বলেন, ‘বিশেষ করে লোকাল পলিটিক্সে জড়িয়ে আমার লিগ্যাল প্রফেশন শেষ হয়ে গেছে। এ কারণে আমি চিন্তাভাবনা করছি, তবে এখনও সিদ্ধান্ত নেইনি।
আরও পড়ুন >> সরে দাঁড়ালেন শমসের মবিন
‘রাজনৈতিক অবসর সবার জন্য প্রয়োজন, নাকি আপনার ক্ষেত্রে’- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার জায়গা থেকে, এটা আমার জন্য প্রয়োজন।’
দলীয় ফোরামে না জানিয়ে প্রকাশ্যে আপনার মতো একজন গুরুত্বপূর্ণ নেতা যে পোস্ট দিয়েছেন তাতে হতাশার চিহ্ন ফুটে ওঠে কিনা- এর জবাবে অসীম বলেন, ‘না, এতে হতাশার কিছু নেই। আমার ব্যক্তিগত অসুবিধার কারণে আমি চিন্তা করছি। আমি কখনও-ই হতাশ হওয়া মানুষ নই।’