ঢাকায় এক দিনে ৪১৯১ মামলা, ২২ লক্ষাধিক টাকা জরিমানা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪ হাজার ১৯১টি মামলা ও ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। এ ছাড়া অভিযানকালে ৩৯টি গাড়ি ডাম্পিং ও ৮০১টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৭৭০টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৪৭টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৬টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১০টি গাড়ির বিরুদ্ধে, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১ হাজার ৮০১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা এবং ১০০টি মোটরসাইকেল আটক করা হয়। সেই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১২টি মামলা দেয়া হয়।
গত ১৬ ফেব্রুয়ারি দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। ডিএমপি’র ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।