ঝাউডাঙ্গা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজে সোমবার সকাল ১১ টায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক পরিমল কুমার ঘোষ, অধ্যাপক আব্দুল মান্নান, অধ্যাপক কনক কুমার ঘোষ ও অধ্যাপিকা জেসমিন নাহার । অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন , জামাল নাছের ডিউক, সাংবাদিক একরামুল কবির ও সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষকবৃন্দ, কলেজের স্টাফ, ছাত্র ছাত্রী এবং অন্যান্য অভিভাবকবৃন্দ।
কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, একটি জাতি এবং রাষ্ট্র গঠনে শিক্ষার গুরুত্ব সবচেয়ে বেশি। ছাত্র ছাত্রীদেরকে শুধু শিক্ষা গ্রহণ করলেই হবে না তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি সন্তানেরা কোথায় যাচ্ছে, কি করছে, কলেজে কখন আসছে কখন ফিরছে, লেখাপড়া করছে কিনা ? সার্বিক খোঁজ খবর রাখতে। পিতামাতা ও শিক্ষকদের নজরদারি ও সার্বিক তত্বাবধানের মাধ্যমেই ছাত্র ছাত্রীরা প্রকৃত শিক্ষা অর্জন করবেন ।
অভিভাবক সমাবেশের আলোচনা বক্তব্যে অভিভাবকগণ কলেজের শিক্ষার মান তথা সার্বিক মান উন্নয়নের জন্য সন্তুষ্টি অর্জন, বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক আনারুল ইসলাম।