সাতক্ষীরায় দরিদ্র ও মেধাবী ছাত্র ছাত্রছাত্রীরা পেল শিক্ষা উপকরণ
শীতের বিদায়ের পর প্রকৃতিতে এসেছে বসন্ত । বসন্ত আসলেও শীতের প্রভাব প্রকৃতি থেকে বিদায় নেয়নি এখনো । ভোরের শীতের চাদর সরিয়ে রাজারবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এ কারিম মাধ্যমিক বিদ্যালয়ে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।আজ সকাল ১১ টায় রাজারবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন গুলশানের সভাপতিত্বে লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে এ অনুষ্ঠান হয় । এ সময় ৩৫ জন মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বরুণ ব্যানার্জী,রাজারবাগান সরকারি প্রাথমিক বিদলয়ের সহকারী শিক্ষক বিলকিস বানু, , সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান,লাল সবুজ উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক ইব্রাহিম মোড়ল প্রমুখ।
এ সময় আব্দুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহেরা আক্তার বলেন, এই শিক্ষা উপকরণ পেয়ে আমি খুব খুশি ।আমি গতবছর ভালো রেজাল্ট করেছি ।এই উপকরণ আমাকে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে।
এ সময় লাল সবুজ উন্নয়ন সংঘের সভাপতি মাছুম বিল্লাহ বলেন, লাল সবুজের সদস্যরা স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে কলম, খাতা,স্কেল ,বারার ও পেনসিল রাজারবাগান সরকারি প্রাথমিক বিদ্যালায় ও এ করিম মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের এই সকল উপকরণ তুলে দিতে পেরে আমি খুশি।আমি আশা করি শিক্ষার্থীরা এই উপকরণ যথাযথ ভাবে কাজে লাগাবে।