কেশবপুরে বিয়ে করে বর-বৌ সহ তিন জন জেলে
কেশবপুরে বাল্যবিয়ের অপরাধে বর, কনেসহ ৩ জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনামূল হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বর, কনে ও বরের মাকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন।
জানা গেছে, উপজেলার বগা গ্রামের হাফিজুর রহমানের ছেলে রনি হোসেনের সাথে তালা উপজেলার সেনপুর গ্রামের হায়দার আলী সরদারের মেয়ে রাবেয়া খাতুনের সহিত ৯ মাস আগে বিবাহ হয়।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনামূল হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বর রনি হোসেন (১৮) কে ১ মাসের আটকাদেশ, মেয়ে রাবেয়া খাতুন (১৬) কে ১ মাসের আটকাদেশ এবং বরে মা মঞ্জুয়ারা খাতুন (৪৩) কে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) এনামূল হক বলেন, বাল্যবিয়ের অপরাধে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও আটকাদেশ প্রদান করা হয়েছে।