সখিপুরে শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠের উদ্বোধন
দেবহাটার সখিপুরে জাক জমকপূর্ন প্রীতি ফুটবল খেলার মধ্য দিয়ে শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় দেবহাটার উত্তর সখিপুরে ১ একর ৩৫ শতক জমিতে নির্মিত শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাদ হোসেন,ফুটবল মাঠের উদ্যোক্তা ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন,ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক আব্দুস সালাম,সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আব্দুর রাজ্জাক,বর্তমান ইউপি সদস্য মোকলেছুর রহমান,পরিতোষ বিশ্বাস,বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজুল ইসলাম ভন্টু। এছাড়ার উদ্বোধনী অনুষ্ঠানে মাঠটির জমিদাতা অছেল আলী মোল্যা,আয়ুব আলী,সবুর আলী,রেজাউল ইসলাম,মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
উদ্বোধনী প্রীতি ফুটবল খেলায় সখিপুর মিতালী সংঘকে ২-০ গোলে হারিয়ে দক্ষিণ সখিপুরের খেলোয়াড়রা বিজয়ী হয়। খেলা শেষে অতিথিরা বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন। সমগ্র খেলার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজুল ইসলাম।