বিশ্বসেরা দশ নেতার প্রিয় খাবার কার কোনটি?
প্রত্যেকেরই খবারের বিষয়ে স্ব-স্ব পছন্দ রয়েছে। তবে আপনার আমার পছন্দের খাবার নিয়ে কারো কৌতূহল না থাকলেও বিশ্বসেরা সব নেতাদের খাবারের খোঁজ জানতে নিশ্চয়ই প্রত্যেকের মনে সামান্য কৌতূহল থাকবেই! তবে জেনে নিন কার কোন খাবার পছন্দ-
নরেন্দ্র মোদী- তিনি নিরামিশাষী। ২০১৬ সালে সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গিয়েছিল যে নবরাত্রির সময় শুধুমাত্র গরম জল খেয়ে কাটিয়েছিলেন নরেন্দ্র মোদী। এমনিতে তিনি পছন্দ করেন গুজরাটি খাবার।
ভ্লাদিমির পুতিন- খুবই স্বাস্থ্য সচেতন রাশিয়ার প্রেসিডেন্ট। ব্রেকফাস্টে তাঁর পাতে থাকে পরিজ, কটেজ চিজ ও মধু। বিচরুট জুস তাঁর বিশেষ পছন্দ।
ডোনাল্ড ট্রাম্প- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পছন্দ করেন জাঙ্ক ফুড। বিশেষ করে ম্যাকডোনাল্ডের বার্গার তার পছন্দের খাবারের তালিকার শীর্ষে।
কিম জং-আন- কোরিয়ার এই সুপ্রিম লিডার ভোজনরসিক। স্নেক ওয়াইন, এমেন্টাল চিজ তাঁর খুবই পছন্দের।
বারাক ওবামা- যুক্তরাষ্ট্রের এই প্রাক্তন প্রেসিডেন্টের পছন্দ ফাস্ট-ফুড। বার্গার, হট ডগ ও মেক্সিকান স্ন্যাক্স তাঁর বিশেষ পছন্দের।
জর্জ ডব্লিউ বুশ– প্রাক্তন এই মার্কিন প্রেসিডেন্টের পছন্ড স্যান্ডউইচ। গ্রিলড, হনি বা পিনাট বাটার দিয়ে খেতে খুবই ভালবাসেন।
ডেভিড ক্যামেরন- ব্রিটেনের প্রাক্তন এই প্রধানমন্ত্রী খাওয়ার থেকেও রান্না করতে বেশি পছন্দ করেন।
বিল ক্লিন্টন- চিকেনের পাশাপাশি লেটুস, টোমেটো ও কাঁচা পেঁয়াজ খেতে খুবই ভালবাসেন প্রাক্তন এই মার্কিন প্রেসিডেন্ট।
নেলসন ম্যান্ডেলা- দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই প্রেসিডেন্ট পছন্দ করতেন পালং স্যুপ। অরেঞ্জ পুডিং, পিনাট বাটারও ভালবাসতেন।
দলাই লামা- শান্তির দূত তিনি। খেতে ভালবাসেন চা, ব্রেড, রোস্টেড বার্লি, পরিজ। তোফু তাণর বিশেষ পছন্দের।