পিক আপের ধাক্কায় একই পরিবারের তিনজন মারাত্মক আহত
চুকনগর বাজারের সেন ব্রাদার্সের বেপরোয়া পিকআপের ধাক্কায় আহত হয়ে হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বরেয়া গ্রামের পিযুষ সরকার (৩৮), তার স্ত্রী রেখা সরকার (৩০) ও মেয়ে স্বর্ণালী সরকার (৯)। গত ১৩ ফেব্রুয়ারি দুপুরে তালা উপজেলার হরিণখোলায় সেন ব্রাদার্সের মালামাল বহনকারী পিকআপটি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
গত ১৪ ফেব্রুয়ারি এ বিষয়ে তালা থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলার বরেয়া গ্রামের পিযুষ সরকার (৩৮), তার স্ত্রী রেখা সরকার (৩০) ও মেয়ে স্বর্ণালী সরকার (৯) মোটরসাইকেলে করে তালার গাছা গ্রামের যাওয়ার পথে হরিণখোলায় পৌঁছুলে চুকনগর বাজারের সেন ব্রাদার্সের মালিক দীপু সেনের একটি বেপরোয়া পিকআপ তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে পা ভেঙে তারা তিনজন মারাত্মক আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
বর্তমানে তারা সাতক্ষীরা ট্রমা সেন্টারে ডা. হাফিজউল্লাহর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
ডা. হাফিজউল্লাহ জানান, তাদের তিনজনেরই পা চূর্ণ-বিচূর্ণ হয়েছে। পুরোপুরি সেরে উঠতে প্রচুর অর্থের ও সময়ের প্রয়োজন হবে।
এ প্রসঙ্গে থানায় অভিযোগকারী পিযুষ সরকারের ভাই সুমন সরকার জানান, তাদের চিকিৎসার্থে ইতোমধ্যে লাখ টাকা খরচ হয়ে গেছে। তাতেও তারা ভাল হবে কিনা জানি না। তিনি সেন ব্রাদার্সের মালামাল বহনকারী পিকআপ চালকের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেন।তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান, আমি ছুটিতে আছি। সোমবার ফিরে ব্যবস্থা নেব।