গ্রামীণফোন ছেড়েছে ৬২ হাজার গ্রাহক!
নম্বর ঠিক রেখে অপারেটর বদল করার সুযোগ চালু হবার পর গ্রামীণফোন ছেড়েছে ৬২ হাজারের বেশি গ্রাহক।
বৃহস্পতিবার বিটিআরসির এক প্রতিবেদনে প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ১ অক্টোবর দেশে এমএনপি চালুর পর চার মাসে গ্রাহক সংখ্যায় দেশের সবচেয়ে বড় অপারেটর গ্রামীণফোন হতে গ্রাহক চলে গেছে ৬২ হাজার ৩১৭ জন। আর অপারেটরটিতে এসেছে ১২ হাজার ৩৪৬ জন।
এই সময়ে সব মিলে অপারেটর বদলাতে পেরেছে এক লাখ ৩৩ হাজার ৬২১ জন। এরমধ্যে রবিতে এসেছে ৯৩ হাজার ৮২৮ জন। অপারেটরটি ছেড়ে গেছে ২৩ হাজার ৯১১ জন।
বাংলালিংকে এসেছে ২৫ হাজার ৬১৫ জন গ্রাহক। ছেড়ে গেছে ৪৫ হাজার ৯২ জন। সরকারি অপারেটর টেলিটকে এসেছে এক হাজার ২০০২ জন। অপারেটরটি ছেড়েছে ২ হাজার ৩০১ জন গ্রাহক।
Please follow and like us: