খুলনা বিভাগী পরিকল্পনা সভা অনুষ্ঠিত
সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে খুলনা বিভাগীয় পরিকল্পনা সভা। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) যশোর জয়তী সোসাইটি মিলনায়তনে বিভাগীয় সমন্বয় কমিটির আহবায়ক প্রফেসর জাফর ঈমাম এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সুজন এর সম্পাদক ড.বদিউল আলম মজুমদার। সুজন এর কেন্দ্রীয় সমন্বয়কারী দিলিপ কুমার সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোরের সভাপতি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা এ্যাডঃ সালেহা বেগম, বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব এ্যাডঃ কুদরত ই খোদা, সুজনের আঞ্চলিক সমন্বয়করা খোরশেদ আলম, সাতক্ষীরা জেলা সভাপতি সুভাষ সরকার, খুলনা মহানগরের সমন্বয়কারী, ভাষা সৈনিক লোকমান হাকিম, নড়াইল জেলা সভাপতি আব্দুল মতিন, কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, কালিগঞ্জ কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, পিপিজি গ্রুপের অ্যাম্বাসেডর ও উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, আশাশুনী উপজেলা সাধারণ সম্পাদক আহছান হাবিব ও গিয়াস উদ্দিন প্রমুখ। বিভাগীয় সমন্বয় সভায় জেলা ভিত্তিক কর্মপরিকল্পনা উপস্থাপন, সুজন এর সংস্কার প্রস্তাব সম্পর্কে মতামত গ্রহণ, দেশের বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধরণ, ২০১৮ সালে বাস্তবায়িত সার্বিক ও জেলা ভিত্তিক কার্যক্রমের সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত হয়।