শ্যামনগরের কাশিমাড়ী মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের ইউনিফর্ম বিতরণ
শ্যামনগর উপজেলার কাশিমাড়ী আদর্শ মহিলা আলীম মাদ্রাসার প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত সকল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও সকল ছাত্রীদের মধ্যে মাদ্রাসা ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসা হল রুমে গভর্নিং বডির সহ-সভাপতি ডাঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর কেন্দ্রীয় মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা খলিলুর রহমান, ঘোলা গাজী আব্দুল হামিদ মডেল একাডেমি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ আশরাফ হোসেন, কলিমাখালী মাদ্রাসার প্রাক্তন শিক্ষক আব্দুল গফুর, সাংবাদিক আলহাজ্ব আবু কওসার, গোবিন্দপুর এএইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের সহ -অধ্যাপক মোস্তফা নুর মোহাম্মাদ, অত্র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা সাহাজউদ্দীন,
ইবতেদায়ী প্রধান মাওলানা সোহরাব হোসেন, সাংবাদিক রবিউল ইসলাম, অভিভাবক সদস্য মাওলানা নুরুল হক, সমাজসেবক আব্দুর রাজ্জাক, আলহাজ্ব মুজিবুর রহমান, ডাঃ মাসুদ আলম প্রমুখ।
এতে অর্ধশতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক জিএম আবু ইসহাক ও গণিত শিক্ষক হাবিবুর রহমান।