ভালোবাসার ভালোবাসায়
চল যাই, চল যাই
দূর অজানায়
যেথা খেলা করে চাঁদ
জোস্নারাতে—-
প্রকৃতির অপরূপ দোলনায়
চল যাই, চল যাই
সমুদ্র সীমানায়
ভিজিয়ে দেবে দুষ্টু সে ঢেউ
তোমার রাঙা দু’টি পায় ।
চল যাই, চল যাই
সবুজ সীমানায়
পাহাড় ঘেঁষা, নদী ঘেরা
প্রকৃতির অপরূপায় ।।
চল না ঘুরে আসি
দূর বহুদূর —বহুদূর
ভালোবাসার নদী, সাত সমুদ্দুর
মনটাকে টানে, ভালোবাসার গানে
সব কিছু ফেলে উন্মন
সেখানে চল যাই,
মাড়িয়ে দু’টি পায়
জোস্না তারার খোজে,
লুকিয়ে রেখো মন
অনুভবে অনুক্ষণ
ঝলমলে আবেশে মোজে।
চল যাই, চল যাই,চল যাই
এই – ভালোবাসা দিবসের
ভালোবাসায়।। ভালোবাসায়।। ভালোবাসায় —–
Please follow and like us: