বিশ্ব ভালোবাসা দিবসে সাতক্ষীরায় রক্তদাতা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিশ্ব ভালোবাসা দিবসে ব্যতিক্রমধর্মী এক অনুষ্ঠানের আয়োজন করেছেন সাতক্ষীরা ব্লাড মিডিয়া। বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজ প্রঙ্গণে আমরা সাতাশ সাতক্ষীরা বার্সিক তত্ত্বাবধায়নে রক্তদাতা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আর্তের প্রতি ভালোবাসা-জাগুক গ্রাণে নতুন আশা এই প্রতিপাদ্যকে সমানে রেখে,স্বেচ্ছাসেবী রক্তদানকারী সংগঠন। ব্লাড মিডিয়ার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম আফজাল হুসাইন।
প্রধান অতিথি হিসাবে সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সহাকারী পুলিশ সুপার ইলতুৎ মিশ, খুলনা মেডিকেল কলেজ সহকারী অধ্যাপক ডাঃ মনোয়ার হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ, বিশিষ্ট সমাজে সেবক ডাঃ আবুল কালাম বাবলা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিশ্বভালবাসা দিবসে রক্তদানের চেয়ে ভালকাজ আর কিছু হতে পারে না।
এ সময় ফ্রি মেডিকেল চেকআপ,ব্লাড গ্রুপ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, ইসিজি সহ বিভিন্ন চেকআপ এর ব্যবস্থা করা হয়। আলোচনা সভা শেষে অতিথিরা রক্তদানকারী বিভিন্ন সংগঠনকে ক্রেজ প্রদান করেন।