তলুইগাছা চৌরঙ্গী বাজারে আগুনে পুড়ে দুটি দোকান ভস্মীভূত
সাতক্ষীরা সদর উপজেলার এক নম্বর বাঁশদহা ইউনিয়নের তলুইগাছা চৌরঙ্গী বাজারে দুটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান বুধবার রাত আনুমানিক তিনটার দিকে পাশের দোকানদার মোজাম মিস্ত্রি আগুন দেখে চিৎকার করলে গ্রামবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। গ্রামবাসী অনেক চেষ্টা করে আগুন নিভানোর জন্য। ততক্ষনে দুটি দোকান এর মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় দোকানদার নূর হোসেন মিস্ত্রী বলেন শত্রুতা বসত কেহ আমার দোকানে আগুন লাগিয়ে দিয়েছে।
অনেকেই বলছে বৈদ্যুতিক শর্টসার্কিটে যদি আগুন লাগে তাহলে মিটার বা বিদ্যুৎ সংযোগের মাধ্যমে পুড়বে। কিন্তু আমার দোকানে যে পাশে মূল্যবান মালামাল আছে সেই পাশে কেউ শত্রুতাবশত আগুন লাগিয়েছে বলে আমার ধারণা। অন্য দোকান মালিক জামাল বলেন শত্রুতাবশত কেউ আমার দোকানে আগুন দিয়েছে বলে আমি মনে করি। আমার দোকানের মূল্যবান খাতা নষ্ট হয়ে গেছে যাতে দোকানের যাবতীয় হিসাব লেখা আছে।
জামাল আরও বলেন আগুনে পুড়ে যাওয়ার ফলে আমার দোকানের প্রায় ৫ লক্ষ টাকার মালামাল নষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দোকানে আগুন লাগার ফলে সকল দোকানদার এক সাথে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে স্থানীয় কারেন্ট মিস্ত্রি আলি আজগার এসে বিদ্যুৎ এর তার বিচ্ছিন্ন করে। পাশে থাকা ট্রান্স মিটার থেকে কাটআউট ফেলে দেয়। এই আগুন লাগার ফলে দোকানের আশে-পাশে থাকা বিভিন্ন গাছ গাছালি পুড়ে ছাই হয়ে যায়। দোকান পোড়ার কারনে দুই দোকানের মালিক মোজাম,জামাল এর লক্ষ-লক্ষ টাকা ক্ষতি সহ দিশেহারা হয়ে পড়েছে।