কোটি টাকা আয় করুন গেম খেলে!
কেমন হতো, যদি ভিডিও গেম খেলাকেই যদি ক্যারিয়ার হিসেবে নেয়া যেতো? অনেকের কাছে এটা স্বপ্নের মতো! আর যদি কোটি টাকা আয় করা যায়, তাহলে কথাই নেই!
স্বপ্নের মতো বিষয়টি অনেক দেশেই বাস্তব! গেম খেলেই এখন মিলিয়ন পাউন্ড আয় করা যায়। এটিকে ক্যারিয়ার হিসেবে নিতেও আগ্রহী হচ্ছেন অনেকেই। বিশ্বব্যাপী অনেক গেমিং প্রতিযোগিতা আছে যেগুলোতে অংশ নিয়ে কয়েক দিনের মধ্যেই প্রচুর টাকা আয় করা যায়। এমনই একটি প্রতিযোগিতা ‘এপিক ডট ল্যান’।
যুক্তরাজ্যের কেটারিং কনফারেন্স সেন্টারে আয়োজিত এই প্রতিযোগিতায় এবার অংশ নিয়েছেন ৬৫০ জন গেমার। চার দিনব্যাপী এই প্রতিযোগীতায় বিজয়ী হয়ে হাজার হাজার পাউন্ড জিতে নিতে পারেন প্রতিযোগীরা।
২৪ ঘণ্টা উন্মুক্ত প্রতিযোগীতাটিতে কাউন্টার স্ট্রাইক, গ্লোবাল অফেন্সিভ, রেইনবো সিক্স সিজ ও স্টারক্রাফট টু খেলা হয়। ১৫ থেকে ৬০ বছর বয়সী গেমাররা এতে অংশ নিয়েছেন। আয়োজকরা জানান, অনেক গেমার আছেন যারা বছরে মিলিয়ন পাউন্ড আয় করছেন এবং ৩০ বছর বয়সে অবসরে চলে যাচ্ছেন।