শোভনালীতে আজ থেকে অষ্ট প্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাওচাষ গ্রামে আজ বৃহস্পতিবার থেকে অষ্ট প্রহর ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে।জানা যায় বুধবার সন্ধ্যা ৭ টায় শুভ অধিবাস ও ভাগবত আলোচনার মাধ্যমে অষ্ট প্রহর ব্যাপী মহানাম যজ্ঞের শুভ উদ্বোধন ঘোষণা করে হয়েছে।ভাগবত আলোচনায় ছিলেন বুধহাটার বিল্বমঙ্গল দেবনাথ।এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি ৩ আসনের সাংসদ প্রতিনিধি শম্ভুজীৎ মন্ডল,আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী ও সাংবাদিক অসীম চক্রবর্তী,বদরতলা কলেজের প্রভাষক রবীন্দ্র নাথ সরকার,বাওচাষ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাশ। উক্ত অনুষ্ঠানটি আজ বৃহস্পতিবার ভোর থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত অর্থাৎ বিরতিহীন ভাবে ২৪ঘন্টা মহা কৃষ্ণনাম পরিবেশন হইবে।নামামৃত পরিবেশনায় থাকবেন খুলনার নিত্যানন্দ সম্প্রদায়, আশাশুনির গুরুকৃষ্ণ সম্প্রদায়, বাগেরহাটের আদি রামকৃষ্ণ সম্প্রদায়,খুলনার দেব নারায়ন সম্প্রদায়,তালার রাখাল রাজা সম্প্রদায় ও আশাশুনির শিব নারায়ন সম্প্রদায়। অনুষ্ঠানে সকলকে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়ছেন নামযজ্ঞ কমিটির সভাপতি দেবদাস সরকার ও সাধারণ সম্পাদক জগোবন্ধু সরকার।