কুল্যায় আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ১নং ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কুল্যা মোড়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি স ম ইবাদুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুল্যা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আলমগীর হোসেন আঙ্গুর। উদ্বোধক হিসাবে সম্মেলনের উদ্বোধন করেন কুল্যা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ ঢালী। শাহিনুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আবুল হাসান, ৮নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মোশাররফ হোসেন, ২নং ওয়ার্ড যুবলীগ সভাপতি হাবিবুর রহমান হবি, ১নং ওয়ার্ড সেক্রেটারি আক্তার গাইন ও সাংগঠনিক সম্পাদক কবির হোসেন। সম্মেলনের ২য় অধিবেশনে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে গোলাম সরোয়ারকে সভাপতি, রফিকুল ইসলাম রফিককে সিনিঃ সহ-সভাপতি, ডাঃ এসকে রাজাকে সাধারণ সম্পাদক, গোলাম রব্বানীকে যুগ্ম সম্পাদক ও হুমায়ুন কবিরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।