আশাশুনিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জাতীয় সংগীত প্রতিযোগিতা

আশাশুনিতে উপজেলা পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা দপ্তরের আয়োজনে, প্রতিযোগিতায় উপজেলার ১১ ইউনিয়নের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী দল সমুহের অংশ গ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মাধ্যমিক স্তরে কাদাকাটি ইউনিয়ন চ্যাম্পিয়ন টেংরাখালী মাধ্যমিক বিদ্যালয় দল ১ম স্থান, শোভনালী ইউনিয়ন চ্যাম্পিয়ন কামালকাটি মাধ্যমিক বিদ্যালয় দল ২য় স্থান ও কুল্যা ইউনিয়ন চ্যাম্পিয়ন মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় দল ৩য় স্থান অধিকার করে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে বড়দল কলেজিয়েট স্কুল দল ১ম, এপিএস ডিগ্রী কলেজ দল ২য় স্থান ও আশাশুনি সরকারি কলেজ দল ৩য় স্থান অধিকার করে। উপজেলা পর্যায়ে ১ম স্থান অধিকারী দলগুলো জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে। সবশেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার মোসাঃ শামসুন নাহার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ হান্নান উপস্থিত ছিলেন। বিচারকের দায়িত্ব পালন করেন একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আঃ রাকিব ও বেতার শিল্পী মুক্তিযোদ্ধা আঃ মান্নান।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)