সাতক্ষীরা তলুইগাছা সীমান্তে অস্ত্র ও মাদকসহ সন্ত্রাসী মাসুদ গ্রেফতার
সাতক্ষীরা সদর উপজেলার এক নম্বর বাঁশদহা ইউনিয়নের তলুইগাছা গ্রামের মাসুদ রানা (৪২) একটি বিদেশী পিস্তল ৯ রাউন্ড গুলি ও ৮৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে তলুইগাছা বিজিবি। ১২ ফেব্রুয়ারি দিবাগত রাতে তলুইগাছা গ্রামের নিজাম সরদারের ছেলে মাসুদ রানা কে আটক করেছে বিজিবি।
এলাকাবাসী জানায়, ছোটবেলা থেকে ছোট-খাটো চুরি করতে করতে ধীরে ধীরে সে আজকের হয়ে উঠেছে অস্ত্র ও মাদকের শীর্ষ সন্ত্রাসী। সে গড়ে তুলেছে মাসুদ বাহিনী। সীমান্ত এলাকায় কালো বাজার এর সাথে জড়িয়ে পড়ে দীর্ঘদিন এই মাসুদ। সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের মাদকের চোরা ঘাট নামে তলুইগাছা সীমান্তে নিজেকে খুব সহজেই মাসুদ সন্ত্রাসী হিসেবে গড়ে তোলে।বিজিবির ক্যাম্প কমান্ডার এর কাছে জানতে চাইলে, তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে মাসুদের বাড়ি গেলে মাসুদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে তার বাড়ি তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি,৮৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করি। পরবর্তীতে বিজিবি সদস্যরা মাসুদকে ক্যাম্পে নিয়ে যায় এবং সাতক্ষীরা সদর থানায় পাঠানো হয়েছে।