দেবহাটা উপজেলা ছাত্রলীগের সম্পাদক পদে লিটনের আবেদন জমা
দেবহাটা উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ন কমিটিকে বিলুপ্ত করে নতুন কমিটি পেতে আগ্রহী প্রার্থী হিসেবে সভাপতি/সম্পাদক পদে আবেদন চেয়ে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের দেয়া ঘোষণা মোতাবেক সাধারণ সম্পাদক পদে আবেদন জমা দিয়েছেন দেবহাটা সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস লিটন।
মঙ্গলবার বিকালে দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদের প্রার্থী হিসেবে নিজের আবেদন পত্র সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা’র কাছে জমা দেন ছাত্রলীগ নেতা লিটন। দেবহাটার তৃনমূল নেতাকর্মীদের আস্থাতেই সকলকে সাথে উপজেলা ছাত্রলীগকে সুসংগঠিত ও সংগঠনকে গতিশীল করার প্রত্যয় নিয়েই সাধারণ সম্পাদক পদে আবেদন জানিয়েছেন তিনি। লিটন ২০১০ সাল থেকে বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যক্ষ রাজনীতির সাথে সম্পৃক্ত। আবেদন পত্র জমা দেয়ার সময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।