কলারোয়া চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার:আটক-১
কলারোয়ায় চুরি যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে মটরসাইকেল উদ্ধারসহ চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা সূত্র জানায়- মটর সাইকেল চুরির অভিযোগ থানায় প্রাপ্তির কয়েক ঘণ্টার মধ্যে পৌরসভাধীন মুরারীকাটি হাইস্কুল মোড় থেকে রবিবার সন্ধ্যার দিকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ও সন্দেহভাজন চোরকে আটক করে পুলিশ। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’র কর্মী শামিম আফজালের ব্যবহৃত অফিসিয়াল হলুদ রঙের ওয়ালটন নামীয় মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। চুরির ঘটনায় থানায় অভিযোগ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ওই মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নেতৃত্বে থানার এসআই শরিফুল ইসলাম, এসআই সুবীর কুমার ঘোষ সংগীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা (নং-৬) হয়েছে।
Please follow and like us: