আশাশুনিতে মরোনত্তর বীমাদাবি চেক বিতরণ
আশাশুনি উপজেলার আনুলিয়ায় ফারইষ্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স এর মরণোত্তর বীমা দাবি ও সুধী সমাবেশে অনুষ্ঠিত। সোমবার বিকালে কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
বীমার প্রতাপনগর ইনচার্জ মোস্তফা ফারুকের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে ছিলেন, খুলনা ডিভিশন ইনচার্জ আফসারুল হক আকন্দ। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা ইনচার্জ অ্যাডঃ শামসুল হক, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, কালিগঞ্জ ইনচার্জ আমির হোসেন ও শ্যামনগর ইনচার্জ রবিউল ইসলাম। অনুষ্ঠানে মরহুমা সরবানু খাতুনের মরণোত্তর চেক তার নমীনি স্বামী মহিরুদ্দীন সরদারের নিকট প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ কামরুল ইসলাম।
Please follow and like us: