নলতায় দিনেদুপুরে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও টাকা লুট!
কালিগঞ্জের নলতায় সম্প্রতি বিভিন্ন বাড়ীতে দুর্ধর্ষ চুরি, ভাংচুর ও লুটের মত ঘটনা ঘটেই চলেছে। এমন ঘটনা নলতা ও তার আশেপাশে প্রায়ই সংঘটিত হওয়ার খরব পাওয়া যাচ্ছে। একইভাবে এমন দুর্ধর্ষ ঘটনা ঘটেছে নলতা চৌমুহনীতে।
রবিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে চৌমুহনী প্রফেসর আব্দুর রশিদ ও তার স্ত্রী প্রাক্তন শিক্ষিকা মাসুমা সেরমিজের বাড়ীতে এই দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। তার দুইদিন আগে একই ঘটনা ঘটেছে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর পি.এস সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের উপ-সচিব চৌমুহনীর আবু মাসুদের বাড়ীতে। এবং একইভাবে চুরি হয়েছে নলতার মানিক তলায় আলহাজ্ব জিলানী নামের এক ব্যক্তির বাড়ীতে।
সরেজমিনে এবং প্রফেসর আব্দুর রশিদের স্ত্রী শিক্ষিকা মাসুমা সেরমিজ ও তার পরিবার থেকে জানা যায়, ঘটনার দিন সকাল সাড়ে ৭টার দিকে বাড়ীর দরজা ও গেটে তালা মেরে মাসুমা ও তার মেয়ে সহ পাক রওজা শরীফে আখেরি মোনাজাত অনুষ্ঠানে চলে যান। মোনাজাত অনুষ্ঠান শেষে বেলা ১১টার দিকে বাড়ীতে ফেরেন।
বাড়ীতে ফিরে দেখেন সম্মুখের লোহার গেট ও তালা ভাঙা। বাড়ীর ভিতরে ঢুকতেই তাদের কপালে হাত ওঠে। প্রতিটি রুমের মধ্যে ভাংচুর করা, বিভিন্ন কাপড়চোপড়, তোষক ও জিনিষপত্র ফেলানো এবং ৩টি আলমারি ভেঙে লন্ডভণ্ড অবস্থা।
আলমারিতে দেখে তাদের ব্যবহৃত প্রায় ১২ ভরি স্বর্ণালংকার ও বাসায় রাখা ৪৫ হাজার টাকা লুট হয়েছে। সবমিলে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা লুট হয়েছে এবং লক্ষাধিক টাকার মালামাল নষ্ট হয়েছে বলে জানান তারা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ভীতির মধ্যে পড়েছে।
এবিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান বলেন এখনও পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে অভিযোগ পেলে আইননুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।