কালিগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে পাটালী বিনষ্ট
কালিগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে পাটালী বিনষ্ট করা হয়েছে। উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে উপজেলা স্যানিটরী ইন্সপেক্টর অভিযান চালিয়ে ৩২ কে জি ভেজাল খেঁজুরের পাটালী জব্দ করে।
আরো পড়ুন – কলারোয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
পরে জব্দকৃত পাটালী কাঁকশিয়ালী নদীর পানিতে ফেলে বিনষ্ট করা হয়েছে। সোমবার (১১ ফেব্রুয়ারী) সোমবার সকাল ৯ টায় উপজেলা স্যানিটরি ইন্সপেক্টর আব্দুস সোবাহান গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গা বাজারে ভেজাল খেঁজুরের পাটালী বিক্রয় করার সময় ৩২ কে জি পাটালী জব্দ করে। এসময় অসাধু পাটালী ব্যবসায়ী পালিয়ে যায়। জব্দকৃত ভেজাল পাটালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের উপস্থিতিতে বেলা ১টায় কাঁকশিয়ালী নদীতে বিনষ্ট করা হয়।
আরো পড়ুন – কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটরি ইন্সপেক্টর আব্দুস সোবাহান, উপজেলা সমবায় কর্মকর্তা মুজিবর রহমান, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। এক শ্রেণীর ব্যবসায়ীরা খেজুরের রসের সাথে চিনি ও রং মিশিয়ে খেজুরের পাটালী হিসাবে বাজারে বিক্রি করে আসছে দীর্ঘদিন যাবৎ। কিন্তু স্যানিটারী ইন্সপেক্টর যথাযথ দায়িত্ব পালন না করায় পার পেয়ে যায় হীন ব্যবসায়ীরা।
আরো পড়ুন – আশাশুনিতে ২শ পরিবারের মাঝে নতুন ঘর নির্মাণ